Bangladesh

সাংবাদিক নির্যাতনঃ জামিন পেলেন রনি

সাংবাদিক নির্যাতনঃ জামিন পেলেন রনি

| | 10 Sep 2013, 02:06 pm
ঢাকা, সেপ্টেম্বর ১০: হাই কোর্ট মঙ্গলবার গ্রেফতারিত আওয়ামী লীগ সাংসদ মোঃ গোলাম মৌলা রনির জামিন মঞ্জুর করে একটি মারধরের মামলায়।
পুলিশের গোয়েন্দা শাখা এক আদালতের নির্দেশে জুলাইয়ে রনিকে গ্রেফতার করে ঢাকার বদ্দা এলাকা থেকে একটি "হত্যার প্রচেষ্টা" মামলায়। 
 
অতিরিক্ত উপ-কমিশনার মোখলেসুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি দল রনিকে গ্রেফতার করে।
 
 উচ্চ আদালত জুলাইয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সাংবাদিক ইমতিয়াজ মোমিন সোনি ও তাঁর ক্যামেরাম্যান মহসিন মুকুলের তিন মাসের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
 
 সোনি ও মুকুলকে গ্রেফতার করা হয় রনিকে তাঁর দপ্তরে মারধর করার অভিযোগে।
 
দেশের বিভিন্ন সংবাদমাধ্যম জানায় যে রনি ও তাঁর সমর্থকেরা সোনি ও মুকুলকে মারধর করে ঢাকার তোপখানায় তাঁর দপ্তরে যখন তাঁরা তাঁর সাক্ষাত্কার নিতে যান একটি দুর্নীতির ওপর খবরের জন্যে। 
 
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী ম্যানেজার শাহবাগ থানায় রনি ও ২০-২৫জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে "হত্যার প্রচেষ্টা" করার জন্যে মামলা দায়ের করেন।
 
রনিও উল্টে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সলমন এফ রহমান, সোনি, মুকুল ও আরো ৩০জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন এই বলে যে তাঁকে হত্যা, অপহরণ ও নির্যাতনের প্রচেষ্টা চলছিল। তিনি এও অভিযোগ করেন যে তাঁর থেকে জোর করে টাকা আদায় করার চেষ্টা করা হচ্ছিল।