Bangladesh

Turkey to raise Rohingya issue in UN

Turkey to raise Rohingya issue in UN

Bangladesh Live News | @banglalivenews | 10 May 2020, 12:13 am
ঢাকা, মে ১০ : রোহিঙ্গা ইস্যুটি পরবর্তী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উঠানোর অঙ্গিকার ব্যক্ত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্ল। শনিবার (৯ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশে প্রত্যাবর্তনে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন।


পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পরবর্তী বছর ডি-৮ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পূর্বে বর্তমান পরিস্থিতিতে সম্মেলনের প্রস্তুতির জন্য মহাপরিচালক পর্যায়ের কমিশনারদের ভার্চুয়াল সেশন আয়োজনের অনুরোধ জানান। করোনা পরবর্তী পরিস্থিতিতে অথনৈতিক সহযোগিতা জোরদারে ডি-৮ এর একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন ড. মোমেন। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন। বর্তমান তুরস্ক ডি-৮ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।


স্বল্পোন্নত দেশের জন্য জি-২০ এর বরাদ্দকৃত সাত ট্রিলিয়ন ডলার থেকে বাংলাদেশ যেন সহযোগিতা পায় সে বিষয়ে জি-২০ এর সদস্য রাষ্ট্র হিসেবে তুরেস্কের সহযোগিতা প্রত্যাশা করেন ড. মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে দেয়া 'কভিড-১৯ রিকভারি অ্যান্ড রেসপন্স ফান্ড' গঠনের প্রস্তাবের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।


করোনা পররবর্তী পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার বিষয়ে একত্রে কাজ করার ক্ষেত্রে ড. মোমেনের প্রস্তাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন। উভয় দেশের বাণিজ্য বাড়াতে করোনা পরবর্তী সময়ে উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।


এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এক লাখ সার্জিক্যাল মাস্কসহ এন-৯৫ মাস্ক সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেন।