Bangladesh

জামিন পেলেন সিরকার, আখতার হামিদ

জামিন পেলেন সিরকার, আখতার হামিদ

| | 25 May 2013, 02:26 pm
ঢাকা, নভেম্বর ২৯: একটি ঢাকা আদালত বৃহস্পতিবার প্রাক্তন স্পিকার জামির উদ্দিন সিরকার ও প্রাক্তন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকির জামিন মঞ্জুর করে।

 তাদের বিরুদ্ধে অ্যান্টি-কোরাপশান কমিশন চারটি মামলা দায়ের করেছে অবৈধভাবে সরকারী টাকা নয়ছয় করার অভিযোগে।

 
সিনিয়ার স্পেশাল জাজেস কোর্টের জজ মোহাম্মাদ জাহিরুল হাক তাদের জামিন মঞ্জুর করেন যখন তারা আদালতের সামনে আত্মসমর্পণ করেন ও এই মামলাগুলিতে জামিনের আবেদন করেন।
 
আদালত জানুয়ারির ১০ তারিখ নির্ধারিত করেছে এই মামলাগুলির শুনানির জন্য।
 
অ্যান্টি-কোরাপশান কমিশন ডিসেম্বর ২৮, ২০১০-এ শের-এ-বাংলা নগর থানায় সিরকার ও হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
 
একটি মামলাতে অভিযোগ করা হয়েছে যে সিরকার বিদেশে চিকিৎসার নাম করে প্রায় ৳ ২৭.৮৬ লাখ সরকারী খাতা থেকে বের করেছিলেন। তিনি এই টাকা নিজের রাজনৈতিক পদের অপব্যাবহার করে নিজের জন্য বরাদ্ধ করেছিলেন।
 
বিএনপি নেতা সিরকারের বিরুদ্ধে আরও এইরম ক্ষমতার অপব্যাপহারের মামলা আরও আছে।
 
বিএনপি নেতা খান্দেকার দেলোয়ার হোসেন ও হামিদের বিরুদ্ধেও অভিযোগ যে তারা বিদেশে চিকিৎসার নাম করে ৳ ৬ লাখ ও ৳ ১.২১ লাখ সরকারী টাকা নিয়েছিলেন। তাদেরও সিরকার এই টাকা পেটে সাহায্য করে বলে অভিযোগ। 
 
আরেকটি মামলায়, দেলোয়ার সিরকারের সন্মতিতে ৳ ৬.০৯ লাখের সরকারী আসবাবপত্র নিজের বাড়িতে নিয়ে গেছিলেন বলে অভিযোগ।