Bangladesh

 সুষমা স্বরাজ সাক্ষাৎ করলেন হাসিনার সাথে

সুষমা স্বরাজ সাক্ষাৎ করলেন হাসিনার সাথে

| | 07 Apr 2017, 10:36 am
ঢাকা, এপ্রিল ৭ঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।

হাসিনা আজ চার দিনের জন্য ভারত সফরে গেছেন।

 

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি আজকে স্বরাজের সাথে সাক্ষাৎ এর সাথে শুরু হল।

 

দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে উনি এই সফরের সময় থাকবেন।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে স্বরাজের  সাক্ষাৎ এর বিষয়টি নিজের টুইটার পেজে জানান।

 

ভারতের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করবার আশা নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ভারতে পৌঁছেছেন।

 

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে হাসিনাকে স্বাগত জানিয়েছেন।

 

হাসিনা এই গুরুত্বপূর্ণ ভারত সফরের সময় সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে তিন ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।

 

শুক্রবার বেলা ১২টা ৫ মিনিটে দিল্লীতে হাসিনাকে নিয়ে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপ পৌঁছায়।

 

মোদী হাসিনাকে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে ভারতে স্বাগত জানান।

 

দুই দেশের নেতা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

 

এই সময় উপস্থিত ছিলেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

 

মোদী পরে নিজের টুইটার পেজে লেখেন হাসিনাকে স্বাগত জানিয়ে উনি খুব আনন্দিত।

 

"আমাদের দুই দেশের সম্পর্কটিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি সংকল্পবদ্ধ," মোদী লেখেন।

 

চার দিনের জন্য ভারত সফরে গেছেন হাসিনা।