Bangladesh

UK to put pressure on Myanmar to resolve Rohingya issue Rohingya
File Picture A Rohingya camp in Cox's Bazar

UK to put pressure on Myanmar to resolve Rohingya issue

Bangladesh Live News | @banglalivenews | 30 Sep 2020, 07:42 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২০ : রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য তৎপরতা অব্যাহত রাখবে। দেশটির রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারসন ডিকসন এ কথা বলেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ একই মনোভাবসম্পন্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমার সরকার ও রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর চাপ অব্যাহত রাখা হবে।’
 

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক ডিক্যাব টকে রবার্ট বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান না করলে মিয়ানমার একটি স্বাভাবিক দেশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।’

নভেম্বরে মিয়ানমারের নির্বাচনের পরে নতুন সম্ভাবনা তৈরি হবে আশা করে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য দায়বদ্ধতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আন্তর্জাতিক অপরাধ কোর্ট এবং আন্তর্জাতিক বিচারিক আদালতে চলমান প্রক্রিয়া সমর্থন করি।’

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীকে রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি।