Bangladesh

ভবনধসঃ সাভারের মেয়র বরখাস্ত
ঢাকা, মে ২: রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় সাভারের মেয়র মোঃ রেফাতুল্লাহকে বরখাস্ত করা হয়েছে তার কর্তব্যে অবহেলা এবং নয়তলা ভবনটির নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় যে রানা প্লাজায় অনেকগুলি ফাটল দেখা দেওয়া সত্ত্বেও রেফাতুল্লা কোন পদক্ষেপ নেয় না।
মন্ত্রণালয় তাকে একটি শোকজ নোটিস পাঠিয়েছে এই অভিযোগগুলির জবাব দেওয়ার জন্যে।
"মোঃ রেফাতুল্লার জবাবের ওপর নির্ভর করছে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে," জানায় মন্ত্রণালয়।
রেফাতুল্লাহ সাভার মিউনিসিপালিটি বিএনপির সভাপতি।
তার আওয়ামী লীগ সাংসদ মুরাদ জং-এর সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানান গেছে।
জং রানা প্লাজার মালিক সহেল রানাকে এই ভবনটি তৈরি করতে উদ্যোগী করেন।
সরকারি সূত্র অনুযায়ী, রানা প্লাজাকে মিউনিসিপালিটি শুধু পাঁচটি তলা তৈরি করার অনুমোদন দেয়। কিন্তু রেফাতুল্লা ও জং-এর সাহাজ্যে এটি নয়তলা অবধি বানানো হয়।
এপ্রিল ২৪, সকাল পৌনে নয়টা নাগাদ ঢাকার সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল।
এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪৪২; ২৪৩৭জনকে ধ্বংসাবশেষের নীচে থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, জানায় পুলিশ।