Bangladesh

US: 100 Bangladeshis killed due to COVID-19
Amirul Momenin

US: 100 Bangladeshis killed due to COVID-19

Bangladesh Live News | @banglalivenews | 11 Apr 2020, 02:53 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ১১ : যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে একদিনে চার বাংলাদেশিসহ ১৯০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ১০০ বাংলাদেশি। দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ।

বৃহস্পতিবার একদিনে নতুন করে সাড়ে ৩৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যাওয়া ৪ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে ৩ জন এবং নিউজার্সিতে একজন রয়েছেন।


এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় চারজন ট্যাক্সিচালকসহ ১১ ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এ ছাড়া আরও ১৬ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।় মারা যাওয়া ১১ ভারতীয়র মধ্যে ১০ জনই পুরুষ। বাকি একজন নারী।

 

এ ছাড়া যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন নিউইয়র্ক ও নিউ জার্সির। চারজন নিউইয়র্ক শহরের ট্যাক্সিচালক। একজন ফ্লোরিডার নাগরিক।


করোনায় এত প্রবাসীর আক্রান্ত ও মারা যাওয়ার ঘটনা বাংলাদেশি মানুষের ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত করে ফেলেছে।

 

এই ভাইরাসের কারণে কেন এত বাংলাদেশির মৃত্যু, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।

 

এত আক্রান্ত হওয়া ও মৃত্যুর পেছনে অভিবাসী হিসেবে বাংলাদেশিদের কর্মজীবন, সচেতনতার অভাব, এমনকি ব্যক্তিগত ও পারিবারিক জীবনাচরণ দায়ী বলে মনে করা হচ্ছে।

 

জীবিকার তাগিদে বাইরে যাওয়া বা একসঙ্গে জমায়েত হয়ে বাজার, আড্ডা ও রাজনীতির কথাবার্তা নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম বাংলাদেশি কমিউনিটিতে অন্যদের চেয়ে বেশি লক্ষ করা গেছে।