Bangladesh

এই মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেইঃ হাসিনা

এই মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেইঃ হাসিনা

| | 05 May 2016, 02:22 pm
ঢাকা, মে ৫- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন যে বাংলাদেশে 'জঙ্গি-সন্ত্রাসবাদ' এর স্থান নেই।

উনি বলেন এই সব বিষয় নিয়তে জারা খেলতে চাইবেন তাদের সেই পথে হাঁটতে দেবেন না।

 


দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এই কথাগুলি বলেছেন।

 

"অনেকে চাইবে, জঙ্গিবাদ ও সন্ত্রাস আছে দেখিয়ে দেশটাকে নিয়ে খেলতে। আমি বেঁচে থাকতে এই দেশকে নিয়ে কাউকে খেলতে দেব না," হগাসিনা বলেন।

 

“আমাদের এই মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেই," হাসিনা বলেন।

 

দেশের বেশ কিছু হত্যার ঘটনার মাঝেই হাসিনা আজ এই বক্তব্য রাখেন।

 

এই ঘটনাগুলির পেছনে আইএস ও আল কায়দার নামে দায় স্বীকারের বার্তা এসেছে।

 

তবে হাসিনা আবারও দেশের মানুষকে আশ্বস্ত করলেন যে তাদের এই দেশের মাটিতে স্থান নেই।