Bangladesh

সিলেট অভিযানঃ উদ্ধার হল অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড

সিলেট অভিযানঃ উদ্ধার হল অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড

| | 04 Apr 2017, 10:27 am
ঢাকা, এপ্রিল ৪ঃ র‍্যাব মঙ্গলবার জানিয়েছেন যে সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে দুইটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছেন।

র‍্যাব সাংবাদিকদের জানিয়েছেন এখনও এই ভবনের ভেতরে বিস্ফোরক থাকতে পারে।

 

র‌্যাব-৯ এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ আজকের দিনেও র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনের ভেতর থেকে বিস্ফোরক অপসারণের  প্রক্রিয়া শুরু করে।

 

"সকালে ভবনের নিচতলা থেকে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়," আহমদ আজকের সাংবাদিকদের জানিয়েছেন।

 

বোমা নিষ্ক্রিয়কারী দল কাল থেকে আবার কাজ করবে।


সোমবার পুলিশ সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষ হওয়ার পাছ দিন পরে সেখা থেকে দুটি লাশ বার করে এনেছেন।

সোমবার বিকেলে এই লাশগুলি উদ্ধার করা হয়।

 

গত ২৮ মার্চ এই অভিযান শেষ হয়েছিল।

 

সেদিন দুজন জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছিল, জানিয়েছিলেন পুলিশ।

 

লাশের মধ্যে একটি একজন নারীর ছিল।

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল  এই ভবনে ধুকে আজকের বাকি দুটি লাশ উদ্ধার  করে আনেন ও পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

র‍্যাব-৯–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. আজাদ আহমদ পাঠানপাড়া এলাকায় সাংবাদিকদের জানিয়েছেন যে লাশগুলি ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়।

 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য লাশগুলি পাঠানো হয়েছে, জানিয়েছেন পুলিশ।

 

মার্চ ২৩ ভবনটি পুলিশ ঘিরে নিয়েছিলেন।

 

এই অভিযানের নাম দেওয়া হয়েছিল  ‘অপারেশন টোয়াইলাইট’।


সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল এই অভিযান চালান।

 

সাতজন প্রাণ হারিয়েছেন এই অভিযানে।

 

অভিযান শেষ হতে লাগে ১১১ ঘণ্টা।

Image: Internet Grab