Bangladesh

পাহাড় ধসে ২ মৃত

পাহাড় ধসে ২ মৃত

| | 31 Oct 2016, 11:58 pm
হবিগঞ্জ, নভেম্বর ১ঃ মঙ্গলবার পাহার কাটার সময় মাটির ধস নেমে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই ব্যাক্তি প্রান হারিয়েছেন, জানায় পুলিশ।

সকাল সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত দুইজন শ্রমিক ছিলেন।

 

তাদের পরিচয় হল শামসুল হক (৩৫) ও মাসুক মিয়া (৪০), জানায় পুলিশ।

 

এই ঘটনায় একজন আহত হয়েছেন, তবে তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

 

হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন।