Bangladesh

ব্রাহ্মণবাড়িয়ার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করলেন হাসিনা

ব্রাহ্মণবাড়িয়ার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করলেন হাসিনা

| | 26 May 2013, 04:08 am
ঢাকা, মার্চ ২৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেন ও তাদের সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন।

 "আমি এখানে এসেছি আপনাদের আশ্বস্ত করতে যে আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে, আপনাদের সব রকম সাহায্য করতে," হাসিনা বলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক সমাবেশে।

 
সমাবেশে ভাষণ দেওয়ার আগে তিনি উপজেলার তিনটি গ্রাম পরিদর্শন করেন।
 
সমাবেশের পর হাসিনা একটি হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
 
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পনেরোটি গ্রাম ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় শুক্রবার বিকেলে। ঘূর্ণিঝড়ে মারা যায় ২৩জন। 
 
এই ঝড়ে ২০০জনের বেশী মানুষ আহত হয়েছে ও ৩০০-র বেশী বাড়ি ভেঙ্গে গেছে, জানান জেলা অধিকর্তারা।
 
এক হাজারের বেশী গাছ উৎপাটিত হয়ে যায় এই প্রাকৃতিক দুর্যোগে।
 
ভাটশাল স্টেশন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়াতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামের মধ্যে রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 
 
ঢাকা-আগরতলা হাইওয়েতে বাস চলাচল বন্ধ হয়ে যায় রাম্রাইল থেকে চিনারের মধ্যে অনেক গাছ সড়কের ওপর ভেঙ্গে পড়াতে।
 
বর্ডার গার্ড বাংলাদেশের অধিকর্তারা জেলাতে উদ্ধারকার্য শুরু করে।
 
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সাধারণ হাসপাতাল ও আখাউরাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।