Bangladesh

রাজশাহীতে যুব লীগ নেতা খুন
ঢাকা, মে ২২: এক ওয়ার্ড লেভেল যুব লীগ নেতা বুধবার বিকেলে রাজশাহীতে তার শত্রুদের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
সার্বার হোসেন ডাবলু, ৪০, যুব লীগের ওয়ার্ড ৭-এর ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
যুব লীগ হল শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন।
রাজপারা থানার ওসি রেজাউল ইসলাম জানান যুব লীগের সদস্যদের মধ্যে এক বছর আগে ভাঙন ধরে একালায় শাসন নিয়ে। যুব লীগের এই ইউনিটটি দুই দলে ভাগ হয়ে যায় বিশেষ করে এলাকায় নির্মাণ কাজগুলির ওপর নিয়ন্ত্রণ নিয়ে।
পুলিশ জানায় ডাবলু এলাকায় সড়ক ও জনপথ বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্মাণ প্রকল্পগুলি নিয়ন্ত্রণ করত।
তার প্রধান শত্রু ছিল মাহফুজ নামক এক ব্যাক্তি।
ডাবলুর সমর্থকেরা মাহফুজকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল।
কিন্ত মাহফুজ ওই এলাকায় ফিরে এসেছে জানতে পেরে ডাবলু ও তার সমর্থকেরা তাকে চাঁদিপুর এলাকায় তাড়া করে বিকেল সাড়ে চারটে নাগাদ।
পালাতে গিয়ে মাহফুজ ও তার সমর্থকেরা গুলি চালায় যাতে ডাবলু আহত হয়।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।