Bangladesh

শফিক রেহমান গ্রেপ্তারের বিষয় ফেসবুকে লিখলেন জয়

শফিক রেহমান গ্রেপ্তারের বিষয় ফেসবুকে লিখলেন জয়

| | 16 Apr 2016, 12:22 pm
ঢাকা, এপ্রিল ১৬- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শনিবার বলেছেন যে যুক্তরাষ্ট্রে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা শফিক রেহমানকে আজ আমাদের সরকার গ্রেফতার করেছে দেশের সরকার।

"কিন্তু অন্য প্রসঙ্গে আসি। যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা শফিক রেহমানকে আজ আমাদের সরকার গ্রেফতার করেছে," নিজের ফেসবুক পেজে লেখেন জয়।

 

"একজন যুক্তরাষ্ট্র বিএনপি নেতার ছেলে, একজন সাবেক এফবিআই এজেন্ট এবং এই দু'জনের অন্য একজন আমেরিকান বন্ধু এরা সবাই এই ষড়য্ন্ত্রের কারণে সাজা ভোগ করছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রেস রিলিজ থেকে আপনি এই মামলার বিষয়ে সরাসরি পড়তে পারবেন," উনি বলেন।

 

উনি বলেন অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য শফিক রেহমান 'সাংবাদিক' থেকে 'অপরাধী' হয়ে গিয়েছেন। 

 

দেশের এক আদালত শনিবার সাংবাদিক শফিক রেহমানকে পাঁচ দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছে।

 

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা মামলায় এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল।

 

পুলিশ তাকে আজ ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন।

 

পুলিশ  সাত দিনের জন্য  রিমান্ডে্র আবেদন করলেও,বিচারক মাজহারুল ইসলাম পাঁচ দিনের মঞ্জুর করেন।