Bangladesh

রেশমা বেগমকে দেখতে হাসপাতালে হাসিনা

রেশমা বেগমকে দেখতে হাসপাতালে হাসিনা

| | 26 May 2013, 10:01 am
ঢাকা, মে ১০: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সাভার সন্মিলিত সামরিক হাসপাতালে রানা প্লাজা ধসের ১৭ দিন পরে জীবিত উদ্ধার হওয়া রেশমা বেগমকে দেখতে যান।

 রেশমা বেগমের উদ্ধারের খবর পেয়েই হাসিনা বিমান বাহিনীর হেলিকপ্টারে সাভারে পৌঁছন ও হাসপাতালে ডাক্তারদের সাথে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

 
"এটি একটি অলৌকিক ঘটনা। ৪০৮ ঘণ্টা পরে রেশমা বেগম আল্লার দয়ায় বেঁচে রয়েছেন," হাসিনা সাংবাদিকদের জানান।
 
শুক্রবার উদ্ধারকারীরা রেশমাকে নয়তলা ভবনটির ধ্বংসস্তূপের নীচে থেকে বের করেন। 
 
রেশমা ভবনটির বেসমেন্টে আটকা পড়ে ছিলেন।
 
ইতিমধ্যে সাভারে ভবনধসে মৃতের সংখ্যা শুক্রবার ১০৪২ ছাড়ায়।
 
উদ্ধারকারীরা জানান তাদের আশঙ্কা আরো অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নীচ থেকে পাওয়া যাবে।
 
বাংলাদেশ আর্মি জানায় ৭১২টির বেশী দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।  
 
এপ্রিল ২৪,  সকাল পৌনে নয়টা নাগাদ ঢাকার সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল বলে সংবাদমাধ্যমের কাছে খবর আছে।   
 
রানা প্লাজায় একটি শপিং মল, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা ছিল।
 
এই ঘটনায় ভবনটির মালিক সহেল রানাকে গ্রেফতার করা হয় যশোরের বেনাপোল থেকে।