Bangladesh

ট্রাক চাপায় ১ ব্যাক্তি নিহত

ট্রাক চাপায় ১ ব্যাক্তি নিহত

| | 07 Nov 2016, 05:25 am
জামালপুর, নভেম্বর ৭- একটি ট্রাকের চাপা পরে মঙ্গলবার এক ব্যাক্তি জামালপুর সদর উপজেলার পৌর শহরে প্রান হারিয়েছেন, জানায় পুলিশ।
নিহত ব্যাক্তির পরিচয় হল রফিকুল ইসলাম।


উনি পেশায়   এক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

এই ঘটনায়, পুলিশ জানিয়েছেন আরেক ব্যাক্তি আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে, জানায় পুলিশ।

রফিকুল ইসলাম অ ওনার সাথে থাকা বদরুল ইসলাম মতরসাইকেলে ছিলেন যখন ট্রাকটি তাদের চাপা দেন।

জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রান হারান রফিকুল ইসলাম।

বদরুল ইসলাম এখন চিকিৎসাধীন আছেন।

ট্রাকের চালক নজরুল ইসলামকে  আটক করেছে পুলিশ।