Bangladesh

খালেদা জিয়ার বাসার ফটকে আদালতের সমন সাঁটানো হল

খালেদা জিয়ার বাসার ফটকে আদালতের সমন সাঁটানো হল

| | 26 Jan 2016, 09:12 am
ঢাকা,জানুয়ারি ২৬- মঙ্গলবার আদালতের কর্মচারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার ফটকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের জারি করা সমন সেঁটে দিয়েছেন।

আদালতের জারি করা এই সমন গ্রহণ করেননি জিয়া।

 

এই নোটিশে, বিএনপি চেয়ারপারসনকে  ৩ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে।

 

সংবাদ মাধ্যম সুত্রের খবর অনুযায়ী, জিয়ার বাসায় যাওয়ার পরে সমনটি কেউ গ্রহণ না করায়,  আদালতের কর্মচারী সেতি সেঁটে দিয়ে যান।

 

গত বছর ২১ ডিসেম্বর একটি আলোচনা সভায়  মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে জিয়ার করা এক মন্তব্যে ওনার বিরুদ্ধে এক আইনজীবী রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন।

 

এই মামলা আমলে নিয়ে  আদালত সোমবার সমন জারি করেছে।

 

বিতর্ক সৃষ্টি করে বিএনপি নেত্রী বলেছিলেন, "স্বাধীনতা সংগ্রামে কত জন শহিদ হয়েছিলেন, তা নিয়ে বিতর্ক আছে।  এই বিতর্ক নিয়ে অনেক বই এবং নথি আছে।" তাঁর এই মন্তব্যের কিছুদিন আগেই, গত মাসে, ১৯৭১ সালের ন'মাস ব্যাপী সংগ্রামের সময় কোনও যুদ্ধাপরাধ অথবা অত্যাচার হওয়ার কথা অস্বীকার করে পাকিস্তান।"