Bangladesh

বিশ্বজিত হত্যাকাণ্ডে ৮ গ্রেফতারঃ গৃহমন্ত্রী
ঢাকা, ডিসেম্বর ১১: গৃহমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর মঙ্গলবার বলেন এখনো অবধি আটজনকে গ্রেফতার করা হয়েছে বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে
আলমগীর গ্রেফতারিতদের নাম সাংবাদিকদের প্রকাশ করেন নি।
বাংলাদেশ ছাত্র লীগের ১০-১২জন সদস্য বিশ্বজিতকে কুপিয়ে খুন করে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে। তার দোষ, সে ১৮-পার্টির ডাকা রবিবারের রাস্তা অবরোধের সময় কাজে যাচ্ছিল।
গুরুতর আহত ২৪ বর্ষীয় বিশ্বজিত মিটফোর্ড হাসপাতালে মারা যায়।