Bangladesh

গুগ্‌লের \'স্ট্রিট ভিউ\' এবার বাংলাদেশেও

গুগ্‌লের \'স্ট্রিট ভিউ\' এবার বাংলাদেশেও

| | 25 May 2013, 04:46 pm
ঢাকা, ফেব্রুয়ারি ৯ ঃ খুব শিগগিরই সারা পৃথিবীর মানুষ অনলাইনে দেখতে পাবেন ঢাকা ও চট্টগ্রামের রাস্তাঘাট, সেখানকার দু\'পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা রেস্তোরাঁ, অফিস এবং বিভিন্ন সুন্দর জায়গা।

 খুব শিগগিরই সারা পৃথিবীর মানুষ অনলাইনে দেখতে পাবেন ঢাকা ও চট্টগ্রামের রাস্তাঘাট, সেখানকার দু\'পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা রেস্তোরাঁ, অফিস এবং বিভিন্ন সুন্দর জায়গা।

 
 
 আর এটা হতে চলেছে \'গুগ্‌ল\'-এর কল্যানে। প্রযুক্তির সাহায্যে ৩৬০ ডিগ্রী বহুমাত্রিক দৃশ্যকল্পের মাধ্যমে
 
 বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিশেষত, পর্যটন কেন্দ্রগুলি দেখাবে এই বহুজাতিক \'সার্চ এঞ্জিন\'।
 
 
 এই প্রকল্পে গুগ্‌লকে সহায়তা করছে প্রধান মন্ত্রীর দপ্তর এবং আই সি টি মন্ত্রক।
 
 
 আই সি টি সেক্রেটারি নজরুল ইসলাম জানিয়েছেন এর ফলে মানুষ পর্যটন এবং পরিষেবার উদ্দেশ্য এই দুই
 
 শহরের যে কোনও রাস্তা দেখতে পাবেন, চাক্ষুস করবেন প্রাকৃতিক বিস্ময়ের স্থান অথবা অন্যান দ্রষ্টব্য
 
 জায়গাগুলি। তাঁরা, এমনকি রেস্তোরাঁ এবং ছোট ব্যবসা কেন্দ্রগুলিরও ভিতরে প্রবেশ করতে পারবেন।প্রাথমিক
 
 ভাবে এক বছরের এই প্রকল্পটির আওতায় বাংলাদেশের আরো শহরকে নিয়ে আসার পরিকল্পনা আছে
 
 সরকারের। এর সমস্ত খরচ গুগ্‌লই বহন করবে।
 
 গত ডিসেম্বরে চালু হবার কথা থাকলেও ইউ টিউবের ব্যাপারে গুগ্‌লের সঙ্গে বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রকের
 
 মনান্তরের কারনে প্রকল্পটির কাজ শুরু হতে দেরী হল।
 
 
 টেলিকম নিয়ন্ত্রকের পক্ষ থেকে ইউ টিউবের একটি বিশেষ ভিডিও ক্লিপ আটকাতে বলা হলেও গুগ্‌ল তাতে
 
 সাড়া দেয়নি, আর তা থেকেই দু\'পক্ষের মনান্তর হয়।
 
 
 দু\'হাজার সাত সালে আমেরিকার কয়েকটি শহরে গুগ্‌লের \'স্ট্রিট ভিউ\' প্রথম চালু হয়। এর পরে পৃথিবীময়
 
 বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চলেও তা ছড়িয়ে দেওয়া হয়।
 
 
 গত বছর জুন মাসের ছ\' তারিখ গুগ্‌ল ঘোষণা করেছিল তারা স্ট্রিট ভিউয়ের জন্য এ\' পর্যন্ত ২০ পেটাবাইট
 
 তথ্য সংগ্রহ করেছে যার মধ্যে আছে ৩৯ দেশের ৩,০০০ শহরের পঞ্চাশ লক্ষ  মাইল রাস্তার ছবি।