Bangladesh

রাজীব হায়দার হত্যাঃ রায় এপ্রিল ২

রাজীব হায়দার হত্যাঃ রায় এপ্রিল ২

| | 27 Mar 2017, 07:22 am
ঢাকা, মার্চ ২৭ঃ দেশের হাইকোর্ট আগামী ২ এপ্রিল গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর নিজেদের রায় দেবে।
এই বিষয় তারিখটি ধার্য করেছে চারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।


ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আদালত ৯ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি)  রেখেছিল।

২০১৬ সালের ৭ নভেম্বর এই হত্যা মামলায় শুনানি শুরু হয়েছিল।

ব্লগার রাজীব হায়দারকে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ওনার বাড়ির সামনে হত্যা করা হয়েছিল।

 রাজীবের বাবা পল্লবী থানায় এইহত্যার পরে মামলা করেছিলেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ৩১ ডিসেম্বর এই মামলায় রায় দিয়েছিলেন।

রায়ে, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল ও ফয়সালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

এদের পাশাপাশি, মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন, এহসান রেজা, নাঈম শিকদার ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।