Bangladesh

ফেনিতে ২৪ শিবির সদস্য আটক

ফেনিতে ২৪ শিবির সদস্য আটক

| | 26 May 2013, 04:19 am
ঢাকা, মার্চ ২৯: পুলিশ ২৪জন ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের আটক করে শুক্রবার দুপুরে যখন তারা ফেনি সদর উপজেলার এক মসজিদে একটি গোপন বৈঠক করছিল।

 গোপন সুত্রে খবর পেয়ে বগদাদিয়া পুলিশ ফাঁড়ি থেকে একটি দল মধ্যম চর কালিদাস গ্রামের জামে মসজিদে হানা দেয় দুপুর বারোটা নাগাদ ও ২৪জন শিবির সদস্যকে গ্রেফতার করে।