Bangladesh

হেফাজতের সাথে সম্বন্ধ নেইঃ খোকা

হেফাজতের সাথে সম্বন্ধ নেইঃ খোকা

| | 26 May 2013, 10:32 am
ঢাকা, মে ২৩: বিএনপি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন (খোকা) বৃহস্পতিবার বলেন মে ৫-এর ঢাকায় হেফাজত-এ-ইসলামের সমাবেশের সাথে তাঁর কোন সম্বন্ধ নেই।

 "হেফাজতের সাধারণ সম্পাদক জুনেদ বাবুনগরির তথাকথিত স্বীকারোক্তি যেখানে তিনি বলেছেন যে আমার ও বিএনপি-চালিত ১৮ পার্টি জোটের সাথে হেফাজতের সম্বন্ধ আছে, তা মিথ্যে," খোকা এক প্রেস বিবৃতিতে বলেন। 

 
"হেফাজতের সাথে বিরোধী পক্ষের কোন সাংগঠনিক বা ভাববাদী সংযোগ নেই," তিনি বলেন।
 
"আমি বাবুনগরিকেও চিনি না। আমি শুধু তাকে টিভিতে দেখেছি," তিনি বলেন।
 
খোকা অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার এই সব মিথ্যা খবর ছড়াচ্ছে।
 
মে ২০-তে বাবুনগরি এক ঢাকা আদালতকে বলেন যে খোকা মে ৫-এর সমাবেশের আয়োজন করেছিলেন ও হেফাজত নেতাদের তিনি টাকাও দেন।