Bangladesh

কেউ যেন অহেতুক হয়রানির শিকার না যেনঃ পুলিশকে বলেন রাষ্ট্রপতি

কেউ যেন অহেতুক হয়রানির শিকার না যেনঃ পুলিশকে বলেন রাষ্ট্রপতি

| | 28 Jan 2016, 10:47 am
ঢাকা, জানুয়ারি ২৮- রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার দেশের পুলিশকে আহবান করেছেন যে তারা যেন নিজেদের দায়িত্ব পালনকালে দেখেন যে কোন মানুষ হয়রানির শিকার না হয়।

উনি বলেন পুলিশকে জনগণের কল্যাণের জন্য আরও নিবেদিত হতে হবে।

 

হামিদ বলেন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে  জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

উনি বলেনঃ “জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব।"

 

হামিদ বলেনঃ " দায়িত্ব পালনকালে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।”

 

‘পুলিশ সপ্তাহ ২০১৬’ উপলক্ষে একটি অনুস্থানে হামিদ এই ক্তহাগুলি বলেছেন।