Bangladesh

বাঙালিদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন কেরি

বাঙালিদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন কেরি

| | 14 Apr 2016, 01:18 am
ওয়াশিংটন , এপ্রিল ১৪- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ সারা পৃথিবীর বাঙ্গালি সম্প্রদায়ের মানুষদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে এই মার্কিন নেতা শুভেচ্ছা জানিয়েছেন বাঙালিদের।

 

"সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা," একটি বিবৃতিতে জানিয়েছেন কেরি।

 

নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি বর্ষবরণের জন্য বিভিন্ন অনুষ্ঠানে আজ মেতে উঠেছেন সারা বাংলাদেশের মানুষ।

 

আনন্দ ও উৎসবের মাঝেই ১৪২৩ কে স্বাগত জানানো হয়েছে।

 

রাজধানীতে রমনা বটমূল এবং অন্যান্য জায়গায় মঞ্চ বেঁধে বাঙ্গালির সব থেকে বড় উৎসব পালন হচ্ছে।

 

রবীন্দ্র সংগীত ও শিল্পীদের সুরের মূর্ছনায় আজ আনন্দের সকাল দেখলেন হাজার হাজার মানুষ।

 

উৎসবে অংশ নেওয়া মানুষ দলে দলে ভীড় করেছিলেন বৈশাখ মেলায়।

 

বাংলা বছরের প্রথম মাস হিসেবে বৈশাখের আবির্ভাব ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ অবধি চলা মুঘল সম্রাট আকবরের শাসনকালে।

 

শহর ও গ্রাম আজ সকলে এক হয়ে গেছিলেন পয়লা বৈশাখ পালনে আনন্দের দিনে।

 

নববর্ষ উপলক্ষ্যে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নয়াপল্টনে নিজের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সেখানে গিয়ে উনি আসন্ন নির্বাচনে দল-সমর্থিত তিন মেয়র পদপ্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষের বলেন।


অন্যদিকে, আজকের দিনটিকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা।

 

বহু মানুষ আজকের এই শোভাযাত্রাইয় যোগ দিয়েছেন।

 

এই যাত্রার এই বারের স্লোগান  হল মা ও শিশু।