Bangladesh

ভবনধসঃ সহেল রানার রিমান্ড বাড়ানো হল

ভবনধসঃ সহেল রানার রিমান্ড বাড়ানো হল

| | 26 May 2013, 10:24 am
ঢাকা, মে ২০: সাভার ভবনধসের ঘটনায় রানা প্লাজার মালিক সহেল রানাকে আরো পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হল বিল্ডিং কোড না মানার জন্যে।

 এখনো পর্যন্ত ১, ১২৭জন মানুষ মারা গেছে ও কয়েকশো মানুষ আহত হয়েছে যখন এপ্রিল ২৪-এ রানা প্লাজা ধসে পড়ে ঢাকার কাছে।

 
সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের গোয়েন্দা শাখার তরফ থেকে করা  রানার রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করে।
 
রানাকে সোমবার আদালতে হাজির করা হয়।
 
ভবনধসের পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রানা সহ আরো অনেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যেটির শুনানি সোমবার হয়।
 
রানাকে এই দুর্ঘটনার কয়েকদিন পরেই গ্রেফতার করা হয়।
 
নয়তলা রানা প্লাজায় একটি শপিং মল, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা ছিল।