Bangladesh

নোয়াখালীতে ৫ জলদস্যু আটক
ঢাকা, অগাস্ট ২৩: অন্তত পাঁচজন সশস্ত্র জলদস্যুকে আটক করা হয় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় শুক্রবার সকালে।
গোপন সুত্রে খবর পেয়ে লেফটেন্যান্ট মাহফুজের নেতৃত্বে হাতিয়া কোস্ট গার্ডের একটি দল সকাল সাতটা নাগাদ জঙ্গলিয়া ক্যানেলে হানা দেন।
তিনি কয়েকটি নৌকা দেখতে পান ও নৌকাচালকদের থামতে নির্দেশ দেন। কিন্তু জলদস্যুরা কোস্ট গার্ডের অফিসারদের ওপর তিন রাউণ্ড গুলি চালায়। কোস্ট গার্ডের দিক থেকে চালানো হয় নয় রাউণ্ড গুলি।
"আমরা পাঁচজন জলদস্যুকে গ্রেফতার করেছি তিনটি আগ্নেয়াস্ত্র ও একটি কাটারি সহ," মাহফুজ জানান।