Bangladesh

ইজিপ্টে গণহত্যার প্রতিবাদে শিবিরের মিছিল
ঢাকা, অগাস্ট ২০: ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মঙ্গলবার ঢাকার ধানমণ্ডিতে একটি মিছিল বের করে ইজিপ্টে গণহত্যার প্রতিবাদে।
শিবির হল জামাত-এ-ইসলামীর ছাত্র সংগঠন।
পুলিশ জানায় সকাল নয়টা নাগাদ সিটি কলেজের সামনে থেকে ১৫০জন শিবির কর্মী মিছিল বের করে। তারা কয়েকটি হাতবোমাও বিস্ফোরণ করে।
এখনো অবধি কোন ভাংচুরের খবর নেই।