Bangladesh

বরিশালে কন্যাসন্তানকে জীবিত কবর; পরে উদ্ধার

বরিশালে কন্যাসন্তানকে জীবিত কবর; পরে উদ্ধার

| | 19 Apr 2014, 03:22 am
ঢাকা, এপ্রিল ১৯: একটি সদ্যোজাত কন্যাসন্তানকে বরিশালে জীবিত কবর দেওয়া হয়। কিন্তু আশ্চর্যভাবে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কৃষকেরা।

 ঘটনাটি ঘটে আগৈলঝারা উপজেলায়।


শিশুটিতে তার মা জন্মের পরেই পরিত্যাগ করে।

শিশুটির পরিচয় এখনো জানা যায় নি। তাকে আগৈলঝারা উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আগৈলঝারা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান শুক্রবার অপরাহ্নে রংটা গ্রামে আনোয়ার হোসেন নামক এক ব্যক্তির জমিতে চাষ করাকালীন কৃষকেরা একটি শিশুর ক্রন্দনধ্বনি শুনতে পায়।

তারা এই ক্রন্দনধ্বনি অনুসরণ করে খোঁজাখুঁজি করলে দেখতে পায় মাটি থেকে একটি শিশুর মাথা বেড়িয়ে আছে।

তারা তাড়াতাড়ি শিশুটিকে উদ্ধার করে।

শিশুটি কোনোক্রমে মাটি থেকে নিজের মাথা বের করতে সক্ষম হয়েছিল।

হোসেন জানান এখনো অবধি এই শিশুটির খোঁজ করতে আসে নি।

"কোন নিঃসন্তান দম্পতি শিশুটিকে হয়তো দত্তক নেবেন," তিনি বলেন।