Bangladesh

সাইক্লোন নিলামের জেরে বাংলাদেশে বৃষ্টি হতে পারে

সাইক্লোন নিলামের জেরে বাংলাদেশে বৃষ্টি হতে পারে

| | 25 May 2013, 01:05 pm
ঢাকা, নভেম্বর ৫: সাইক্লোন নিলাম তামিল নাডু উপকূল পার করে উত্তর-পশ্চিম অভিমুখে পাড়ি দিয়েছে।

 এখন এটি একটি নিম্নচাপ সৃষ্টি করেছে উত্তর অন্ধ্র-উড়িষ্যা উপকূলে যার জের বাংলাদেশের দাক্ষিণাত্য অঞ্চলে পড়েছে।

 
এর প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেটে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত।
 
আবহাওয়া দফতরের মতে কিছু জায়গায় ভারী বর্ষণও হতে পারে।
 
দিন ও রাত্রির তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
 
নিম্নতম তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস ও উচ্চতম তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভবনা আছে।
 
রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫.১৭তে।
 
কাল সূর্যোদয় হবে সকাল ৬.০৮এ।