Bangladesh

চিনের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ হাসিনার

চিনের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ হাসিনার

| | 28 Aug 2013, 01:18 pm
ঢাকা, অগাস্ট ২৮ ঃ চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 বেজিঙে গতকাল একটি বৈঠকে হাসিনার তরফ থেকে  আমন্ত্রণপত্রটি সি পি সি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ওয়াং জিয়ারুইয়ের হাতে তুলে দেন বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

 
সরকারি সূত্রে জানা গেছে, ওই বৈঠকে দু\'জনের মধ্যে চিন-বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।
 
ওয়াং জিয়ারুই, যিনি চাইনিজ পিপল\'স পোলিটিকাল কন্সাল্টেটিভ কনফারেন্সের ন্যাশনাল কমিটির ভাইস-চেয়ারম্যান,সাম্প্রতিক বছরগুলিতে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।
 
তিনি বলেন, বাংলাদেশ এবং চিন বরাবর চমৎকার সম্পর্ক বজায় রেখে চলে, এবং সেই সম্পর্ক সামনের দিনগুলিতে আরও মজবুত হবে।
 
ওই বৈঠকে চিনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।