Bangladesh

আরো এক সপ্তাহ গরম থেকে নিস্তার নেই

আরো এক সপ্তাহ গরম থেকে নিস্তার নেই

| | 18 Apr 2014, 02:10 am
ঢাকা, এপ্রিল ১৮: এই মুহূর্তে বাংলাদেশের মানুষদের গরমের হাত থেকে রেহাই নেই।

 আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো এক সপ্তাহ এই গরম থাকবে।

 
আগামী সপ্তাহেও বাংলাদেশ জুড়ে বইবে তাপপ্রবাহ।
 
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন জানান মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বইবে রাঙ্গামাটি, নোয়াখালী ও পটুয়াখালী জেলা এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে। 
 
"এই অবস্থা আরো পাঁচ-সাত দিন ধরে থাকবে," হোসেন জানান।
 
বৃহস্পতিবার যশোর সবচেয়ে গরম ছিল। সেখানের তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
 
ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.২, রাজশাহীর ৩৯.২, সিলেটের ৩৪.৫, বরিশালের ৩৬.৮, সয়েদপুরের ৩৭, খুলনার ৩৯, রাঙ্গামাটির ৩৮, নোয়াখালীর ৩৬.১ ও ফরিদপুরের ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। 
 
আবহাওয়া দপ্তর জানায় শুক্রবার তাপমাত্রা একটু বাড়তে পারে। ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে এক-দুই জায়গায় বর্ষণ বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। 
 
আবহাওয়া দপ্তর এও জানায় এপ্রিলে বঙ্গোপসাগরে দুটি ডিপ্রেশনের সৃষ্টি হতে পারে। তাদের মধ্যে একটি ডিপ্রেশন সাইক্লোনে পরিণত হতে পারে।