Bangladesh

বাংলাদেশে সাম্প্রদায়িক ঐক্যতান মেটাবার চেষ্টা চলছেঃ হাসিনা

বাংলাদেশে সাম্প্রদায়িক ঐক্যতান মেটাবার চেষ্টা চলছেঃ হাসিনা

| | 25 May 2013, 01:16 pm
ঢাকা, নভেম্বর ১০: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কিছু মুক্তি-বিরোধী বাহিনী, অন্ধবিশ্বাসী এবং সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছে দেশের সাম্প্রদায়িক ঐক্যতান বিনষ্ট করার উদ্দেশ্যে।

 "তারা চায় দেশ সন্ত্রাসবাদ, হামলা ও ধার্মিক অন্ধবিশ্বাসের তলায় ডুবে যাক। ের জন্য তারা মানুষকে উস্কাচ্ছে সামাজিক শান্তি ও ঐক্যতান নষ্ট করার জন্য," হাসিনা বলেন।

তিনি স্বদেশপ্রেমী শক্তিদের এগিয়ে এসে এর বিরুদ্ধ্যে জোট বাঁধতে বলেন।
প্রধানমন্ত্রী শুক্রবার একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন ও কাথিন ছিবার দানা উৎসবে অংশগ্রহণ করেন কামালপুরের ধর্মরাজিকা বৌদ্ধ মঠে।
"বাংলাদেশ হল সব ধর্মের মানুষের দেশ। এ দেশে সবার সমান অধিকার আছে কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল," হাসিনা বলেন।
"আমাদের সংবিধান এই নির্দিষ্ট করেছে যে সব মানুষ তাদের মুক্তি উপভোগ করবে। আমরা শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় ও আন্তর্জাতিক দিক থেকে," তিনি বলেন।