Bangladesh

হাওর পরিদর্শনে গেলেন হাসিনা, জানালেন দুর্নীতিতে জড়িতদের ছাড় হবে না

হাওর পরিদর্শনে গেলেন হাসিনা, জানালেন দুর্নীতিতে জড়িতদের ছাড় হবে না

| | 30 Apr 2017, 09:13 am
ঢাকা, এপ্রিল ৩০ঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জানিয়েছেন যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত থাকেন তাহলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

উনি বলেন বাঁধ নির্মাণে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলেই সেই ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

 

সুনামগঞ্জের হাওর পরিস্থিতি দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর এলাকা। আর তা দেখতেই আজ হাওরে এসেছিলেন হাসিনা।

 

সফরের সময়, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন উনি।

 

হাসিনা বলেনঃ "কারও যদি কোনো গাফলতি থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।।"

 

হাসিনা ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বাস দেন যে উনি তাদের পাশে থাকবেন।

 

"আপনাদের পাশে সব সময় থাকব," প্রধানমন্ত্রী বলেন।

 

উনি আরও বলেনঃ "যত দিন হাওর এলাকার মানুষের খাদ্যের প্রয়োজন হয়, সরকার সেটা দেবে। হাওরে কোনো মানুষ না খেয়ে থাকবে না। গো-খাদ্যও দেওয়া হবে।"

 


খুশির খবর দিয়ে, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ফসলহারা কৃষকদের আগামী মৌসুমে সার, বীজসহ সব ধরনের কৃষি উপকরণ বিনা মূল্যে দেওয়া হবে।

 

হাওরে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তল্বার বিষয়টিও হাসিনা তুলে ধরেন।

 

"একটা লোককে না খেয়ে মরতে দেব না," হাসিনা বলেন।