Bangladesh

ঢাকা জোড়া হত্যাকাণ্ডের তদন্ত ঠিক পথেঃ আসাদুজ্জামন খাঁন কামাল

ঢাকা জোড়া হত্যাকাণ্ডের তদন্ত ঠিক পথেঃ আসাদুজ্জামন খাঁন কামাল

| | 29 Apr 2016, 07:42 am
ঢাকা, এপ্রিল ২৯- ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথেই যাচ্ছে, শুক্রবার জানিয়েছে সরকার।

সাংবাদিকদের এই হত্যার বিষয় আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল বলেনঃ "আমরা ঠিক পথে এগোচ্ছি।"


বুধবার গোয়েন্দা পুলিশকে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়ের ঘটনাটির মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সোমবার এই ঘটনায় কলাবাগান থানায়  দুটি মালা করা হয়েছিল।

 

আজ সেগুলির তদন্তের ভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

 

আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’ মঙ্গলবার ঢাকায় একটি বাসায় দুই ব্যাক্তিকে সোমবার হত্যা করবার দায় নিয়েছেন।

 


আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট  এই বিষয় জানানো হয়েছে।

 

নিহতদের পরিচয় হল  সমকামীদের অধিকার–বিষয়ক একটি সাময়িকী  ‘রূপবান’–এর   সম্পাদক জুলহাজমান্নান ও তাঁর বন্ধু সামির মাহবুব তনয়।

 

তাদের  কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা সোমবার হত্যা করে।

 

ইমেজঃ জুলহাজ মান্নান ফেসবুক