Bangladesh

মানবপাচারঃ ৪ বাংলাদেশি গ্রেপ্তার লিবিয়ায়

মানবপাচারঃ ৪ বাংলাদেশি গ্রেপ্তার লিবিয়ায়

| | 07 Nov 2016, 10:29 am
ঢাকা, নভেম্বর ৭- লিবিয়াতে চার বাংলাদেশিকে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেইসবুক পাতায় এই তথ্যগুলি দেওয়া হয়েছে।

 

গ্রেপ্তার ব্যাক্তিদের ছবি অ প্রকাশ করা হয়েছে।

 

পোস্ট অনুযায়ী, এই চার ব্যাক্তির পরিচয় হল রানা ভট্টাচার্য ও ঘনিষ্ঠ সহযোগী মো. ওয়ালিউর রহমান, সুমন শরিফ ও হাফিজুল শেখ।

 

"ছবিতে প্রদর্শিত চার ব্যক্তি লিবিয়ায় অবৈধভাবে মানবপাচারকারী চক্রের অন্যতম একটি চক্র। এ চক্রের মুলহোতা রানা ভট্টাচার্য এবং মোঃ ওয়ালিউর রহমান, সুমন শরিফ ও হাফিজুল শেখ তার ঘনিষ্ঠ সহযোগী। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদেরকে এনে তাদেরকে গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে," পোস্টে বলা হয়েছে।

 

"অধিকন্ত নতুন আগতদের মধ্যে কতিপয় কর্মীকে অবৈধভাবে সাগর পথে ইতালি প্রেরণের কাজেও জড়িত ছিল বলে প্রমাণ পাওয়ায় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্তানায় ব্যাপক অভিযান চালায় এবং ৬৫ জন নতুন বাংলাদেশী কর্মীকে বন্দীশালা থেকে মুক্ত করতে সক্ষম হয়। মানবপাচারকারী বর্ণিত চার জনকেও উক্ত অভিযানে গ্রেফতার করা হয়। বর্তমানে অভিযুক্ত চার জন লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছে," আরও বলা হয়েছে।