Bangladesh

ফেব্রুয়ারি ১৮-র মধ্যে সুভনের বিরুদ্ধে রিপোর্ট

ফেব্রুয়ারি ১৮-র মধ্যে সুভনের বিরুদ্ধে রিপোর্ট

| | 25 May 2013, 03:27 pm
ঢাকা, জানুয়ারি ৬: আন্তর্জাতিক অপরাধ বিচারসভা- ১ রবিবার যুদ্ধ অপরাধের সন্দেহভাজন জামাত নেতা মৌলনা আব্বাস সুভনের বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ফেব্রুয়ারি ১৮ পর্যন্ত বাড়ায়।

 ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য সুভনকে অভিযুক্ত করা হয়েছে।

 
সুভনের বিরুদ্ধে এই মামলায় অগ্রগতির বিবরণ জানিয়ে প্রসিকিউটর জিয়াদ আল-মালুম বিচারসভার কাছে আরো দুই মাসের সময় চান চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। 
 
নভেম্বর ১১, ২০১২-তে বিচারসভা প্রসিকিউশনকে জানুয়ারি ৬-এ একটি প্রোব অথবা প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে বলে জামাতের নায়েব-এ-আমির সুভনের  বিরুদ্ধে।
 
মুক্তিযুদ্ধের সময় সুভন জামাত-এ-ইসলামির পাবন ইউনিটের ভারপ্রাপ্ত আমির (প্রধান) ছিলেন।