Bangladesh

সিলেটে দিনভর হরতাল মঙ্গলবার

সিলেটে দিনভর হরতাল মঙ্গলবার

| | 26 May 2013, 06:26 am
ঢাকা, এপ্রিল ১৫: জাতীয়তাবাদী যুব দল ও জাতীয়তাবাদী ছাত্র দল মঙ্গলবার সিলেট জেলায় একটি দিনভর হরতালের ডাক দেয় দুটি বিএনপি নেতাকে জেলে পাঠাবার আদালতের নির্দেশের প্রতিবাদে।

 চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সৈয়দ এম দিলজার হোসেন সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও সিটি ইউনিটের সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোডিকে কারাবাসের নির্দেশ দেন স্থানীয় শহীদ মিনারে আক্রমণ করার, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করার ও এক ছাত্রকে পুলিশের সাথে সংঘর্ষের সময় হত্যা করার অভিযোগে।

 
ফেব্রুয়ারি ২২-এ "তৌহিদি জনতা"-র ব্যানারের অধীনে একটি মিছিল বের করা হয় শহরের কোর্ট পয়েন্ট থেকে। 
 
মিছিলে যোগদানকারীরা শহীদ মিনারে আক্রমণ করে ও চৌহাট্টা পয়েন্টে জাতীয় পতাকা পোড়ায়।
 
তারা পুলিশের সাথে সংঘর্ষে নামে যেখানে একটি কলেজ ছাত্র মারা যায় ও ১০০জনের বেশী মানুষ আহত হয়।
 
পুলিশ এই বিষয়ে দুটি মামলা দায়ের করে। 
 
হাই কোর্টের নির্দেশ মেনে এই দুই বিএনপি নেতা সোমবার আত্মসমর্পণ করেন।
 
শুনানির পরে তাঁদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করা হয়।
 
তারপরেই বিএনপি ও তাদের সহযোগী সংস্থাগুলির সদস্যেরা আদালত চত্বরে একটি প্রতিবাদ মিছিল বের করে।