Bangladesh

বিচারবিভাগীয় তদন্তের দাবী বিএনপির

বিচারবিভাগীয় তদন্তের দাবী বিএনপির

| | 26 May 2013, 05:50 am
ঢাকা, মার্চ ৩০: বিএনপি শনিবার সাম্প্রতিক হত্যাকান্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবী করেছে।

 দেশের প্রধান বিরোধী দল অভিযোগ করেছে যে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে চাঁপাই নবাবগঞ্জ ও সিরাজগঞ্জে শুক্রবার।

 
"আমরা নতুন আন্দোলনের ঘোষণা করব রবিবার ১৮-পার্টি জোটের এক বৈঠকের পর," বলেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর , নয়াপল্টনে দলের সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে।
 
"গৃহমন্ত্রী বলেছেন যে সাধারণ মানুষকে চোখের সামনে হত্যা করা হলে পুলিশ চুপ থাকবে না। আমরা জোর গলায় বলতে পারি যে সাধারণ মানুষ বাঁচল কি মরল তাতে সরকারের কিছু আসে যায় না," তিনি বলেন।
 
"পুলিশ একের পর এক মানুষ মেরে চলেছে। আবার মৃতদের আত্মীয়দেরই তাদের হত্যার মামলায় অভিযুক্ত করা হচ্ছে," ফখরুল অভিযোগ করেন।
 
"অন্য কোন সভ্য দেশে এরকম হলে সেখানে সেইসব হত্যাকান্ডে বিচারবিভাগীয় তদন্ত করা হত," তিনি বলেন।
 
"শয়ে শয়ে মানুষকে খুনের মামলায় পুলিশ প্রথমে অভিযুক্ত করেছে ও পরে টাকা নিয়ে তাদের নাম সেইসব মামলা থেকে গায়েব করে দিয়েছে," ফখরুল বলেন।