Bangladesh

সরকার জনতার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছেঃ ফখরুল

সরকার জনতার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছেঃ ফখরুল

| | 27 Jan 2014, 05:05 am
ঢাকা, জানুয়ারি ২৭: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বলেন যে আওয়ামী লীগ সরকার জনতার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে।

 "আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্টপোষকতা করছে। এভাবে হত্যা এবং ক্রসফায়ার চলতে থাকলে দেশে কেউ সুরক্ষিত থাকবে না," ফখরুল বলেন।

 
"প্রশাসন, পুলিশ, রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও যৌথ বাহিনীর সাহায্য নিয়ে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে," তিনি বলেন।
 
 অন্যদিকে, আওয়ামী লীগ প্রেস সচিব হাসান মাহমুদ শনিবার বলেন বিএনপি একা বেঁচে থাকতে অক্ষম ও তাই তার জোটসঙ্গী জামায়াতে ইসলামীর প্রয়োজন।
 
"জামায়াতের ওপর ভর করেই বিএনপি বেঁচে আছে। বিএনপির জামায়াতের প্রয়োজন রাজনীতিতে বেঁচে থাকে হলে। বিএনপি ও জামায়াতের সম্পর্ক মাছের সাথে জলের মত," মাহমুদ বলেন।
 
 বিএনপি খুব সম্ভবত তার জোটসঙ্গী জামায়াতের সাথে রাজনৈতিক দূরত্ব বজায় রাখতে চলেছে, এমনটাই খবর সংবাদ মহলে। 
 
দলীয় সুত্র অনুযায়ী, বিএনপি এই নির্ণয় নিতে পারে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক চাপে পড়ে।
 
জানুয়ারি ৫এর নির্বাচনের পরে হিংসাত্মক তাণ্ডব ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালায় জামায়াত ও বিএনপির কর্মীরা।