Bangladesh

বাংলাদেশে জামাতের সাথে সংঘর্ষ পুলিশের

বাংলাদেশে জামাতের সাথে সংঘর্ষ পুলিশের

| | 25 May 2013, 01:10 pm
ঢাকা, নভেম্বর ৬: ইসলামী রাজনৈতিক দল জামাত-এ-ইসলামির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা ও বাংলাদেশের অন্যত্র সোমবার প্রায় ১৪০ জন আহত হয়।

 আহতদের মধ্যে ২৭ পুলিশের লোক ও ৫০ জন জামাত সদস্য ছিল।

 
ঢাকাতে প্রায় পাঁচটি মোটরবাইক সহ সাতটি বাহনে আগুন লাগান হয়। আরো অনেক বাহনে ভাংচুর করা হয় মতিঝিল অঞ্চলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের নিরাপত্তা ব্যাবস্থাকে উলঙ্ঘন করে জামাত সদস্যরা দৈনিক বাংলা ইন্টারসেকশন থেকে একটি মিছিল বের করে সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ। 
 
এই মিছিলটি ছিল তাদের দেশব্যাপী বিক্ষোভ প্রকাশের একটি অংশ।
 
পুলিশ এই মিছিলটি মাঝপথে থামিয়ে দিলে সংঘর্ষ শুরু হয় জেতি পরে তোপখানা রোড, মতিঝিল ও আরামবাগে ছড়িয়ে পরে।
 
সেন্ট্রাল ঢাকায় গাড়িঘোড়া বন্ধ হয়ে যায় এই সংঘর্ষের কারণে।
 
দাঙ্গা সামলাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে ও রাবারের গুলি চালায়।
 
জামাত শিবিরের লোকজন পুলিশের ওপর পাথর ছোঁড়ে।
 
পরে তারা একটি বাস, একটি ভাড়ার ভ্যান ও পাঁচটি মোটরসাইকেলে আগুন লাগায় এবং ২৫টি বাস ভাংচুর করে।
 
সাতজন আহত পুলিশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
১৫জন জামাত সদস্যকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে।