All Column

2.45 lakh Bangladeshis die annually due to pollution

Bangladeshi-origin youth shot dead by police in New York

BNP-Jamaat at one table after a long time

Dr. Yunus's acceptance of award from Israeli sculptor is like supporting massacre in Gaza: Foreign Minister

President urges to spread spirit of liberation war and communal harmony at grassroots

মাহমুদুর রহমানের অসত্য প্রচার

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমাদুর রহমান সম্প্রতি সবাইকে সোমবার রোজা রাখার আহ্বান জানিয়ে অভিযোগ করেছেন, সরকার শাহবাগের বিক্ষোভ-আন্দোলনের মধ্য দিয়ে সন্ত্রাসবাদে ইন্ধন যোগাচ্ছে।এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা যেতে পারে, কারা জাতীয় মসজিদে জুম্মা নামাজ চলাকালীন ধ্বংসাত্মক হামলা চালিয়ে আসবাব প্রভৃতি ভাঙ্গচুর এবং নিরাপত্তা রক্ষীদের মারধোর করে সন্ত্রাস সৃষ্টি করেছিল ? কারা মসজিদের ভিতরেই স্লোগান দিয়েছিল শাহবাগের আন্দোলনকারী তরুণদের বিরুদ্ধে \'ফতোয়া\' জারি করার দাবি তুলে ? কারাই বা শহিদ মিনার এবং জাগরণ মঞ্চকে তাদের নির্বিচার ধ্বংসের লক্ষ্য করেছিল এবং তারা কারা, যারা জাতীয় পতাকাকে অপবিত্র করা অথবা প্রেস ক্লাবে অগ্নি সংযোগ করার মত কর্ম করেছিল ? এরা কি সন্ত্রাসবাদী নয় ? ...

বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির পাশে দাঁড়াক ভারত

জাতীয় ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগসন্ধিতে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য এবং দূরদর্শী নেতৃত্বে দেশের রাজনীতি থেকে ইসলামি গোঁড়ামি ও মৌলবাদ মুছে ফেলে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর আন্দোলনে সেখানকার মানুষ আজ উত্তাল।

JEI on rampage in Bangladesh

In a country wide reign of terror unleashed to publicly demonstrate disdain for Bangladesh’s independence, the anti-liberation forces including Jamaat-e-Islami (JEI), its student front Islami Chhatra Shibir (ICS) and their sympathizers went on rampage across the country, attacking law enforcers, journalists and pro-liberation secular forces. They also burnt the country’s national flag and defiled Shaheed Minars (Martyrs memorials) just a day after Bangladesh observed Language Martyrs Day. They chose the mosques as launching pads for unleashing attacks with Improvised Explosive Devices (IEDs), guns and sticks leaving at least four persons killed and over a thousand injured. The mosques and madrassas of the country have been turned into arsenals by them.

No need for caretaker Government in Bangladesh

The cancellation of the caretaker government system, introduced in 1996 through Constitutional amendment by the then BNP-led government, has triggered stiff protests from the BNP-led opposition. They have been reiterating that they will never participate in a parliamentary election under the Awami League (AL)-led government, alleging that the incumbent will manipulate the poll in its own favour.

False Propaganda by Mahmudur Rahman

Mahmudur Rahman, Editor of daily Amar Desh, has called upon all to keep ‘Monday Roja’ and said that the government is inciting terrorism through Shahbag. In this context we may ask him who unleashed terror in the national mosque, vandalizing furniture/tiles and beating up security guards even before conclusion of the jumma prayer last Friday; who raised slogans in the mosque for issue of ‘fatwa’ against the Shahbag youths; who made the Shaheed Minars (Martyrs’ memorials) and ‘Jagoran Manchas’ (Awakening Platforms) targets of their vandalism; and lastly who desecrated the national flag and torched the Press Club. Are they not terrorists?

শাহবাগে বসন্তের বজ্র

ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের জন্য জামাত-এ-ইসলামির সহ সাধারন সম্পাদক আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাবাসের আদেশ হওয়ার পর থেকেই তাঁর চরম শাস্তির দাবি করে হাজার হাজার তরুন তরুনী ভিড় জমাচ্ছেন ঢাকার শাহবাগ মোড়ে।\'মীরপুরের কসাই\' নামে পরিচিত মোল্লার নামে জঘণ্যতম অপরাধের তালিকা দীর্ঘ-- দেশের স্বাধীনতা সংগ্রামের সময় সুপরিচিত কবি মেহেরুন্নেসার মাথা কেটে খুন, একটি নাবালিকা সহ অনেক মহিলাকে ধর্ষণ, ৩৫০ জনের বেশি মানুষকে হত্যা, ইত্যাদি তার মধ্যে উল্লেখযোগ্য। এ\' হেন একজন ব্যক্তির জন্য শুধুমাত্র যাবজ্জীবন শাস্তি্র আদেশ মানুষকে তাই হতবাক করে দিয়েছিল। তাঁর কৃতকর্মের সঙ্গে কোনওভাবেই আদালতের এই রায় সামঞ্জস্যপূর্ন নয়। মোল্লাও তা বোঝেন। তাই রায় ঘোষণা হওয়ার পরেই আদালতের মধ্যে হাসিমুখে আঙ্গুলের মুদ্রায় তিনি \' ভিকট্রি সাইন\', অথবা বিজয় চিহ্ন এঁকে উল্লাস প্রকাশ করেছিলেন। এর পর থেকে ক্ষোভে ফেটে পড়া ব্লগার এবং অনলাইন কর্মী সহ প্রতিবাদী তরুন-তরুনীরা মোল্লার মৃত্যুদন্ডের দাবিতে ক্রমে এক জনসমুদ্র গড়ে তোলেন শাহবাগে। এর আগে মোল্লার মতই আর এক যুদ্ধাপরাধী, বর্তমানে পালিয়ে বেড়ান আবুল কা ...

ভারতের আস্থা হারালেন খালেদা জিয়া

সফরকারী ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত আনুষ্ঠানিক সাক্ষাৎকার বাতিল করে দিলেন বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। এবং একই সাথে গত বছর তাঁর ভারত সফরে অনেক চেষ্টায় প্রতিবেশী দেশের যেটুকুও বা আস্থা তিনি অর্জন করেছিলেন, তাও হারালেন।

শাহবাগ আন্দোলনঃবাংলাদেশের যন্ত্রনা ছুঁল লন্ডনকেও

গণ আন্দোলোনের জোয়ারে ভেসে যাওয়া ঢাকার শাহবাগ আজ হয়ে উঠেছে বাংলাদেশের তহ্‌রির স্কোয়ার।লক্ষ লক্ষ প্রতিবাদী তরুন তরুণীর দখলে চলে যাওয়া শাহবাগে ধ্বনিত হচ্ছে উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে ক্রোধ। উগ্র ইসলামিদের প্রতি সহানুভূতিশীল যে সব রাজনৈতিক নেতা, তাঁরা এই বিক্ষোভ শান্ত করতে পারননি। \'আপোসকামী\' এবং \'তোষণকারী\' বলে আন্দোলনকারীরা তাঁদের গাল দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন।

যুদ্ধাপরাধ বিচারে হস্তক্ষেপঃ চাই বিরুদ্ধ প্রচার

চরম ত্যাগ আর অনেক রক্তের বিনিময়ে পাকিস্তানের থাবা থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। স্বাধীনতার পর গত ৪১ বছরে এই বিচার ব্যবস্থা নিয়ে এতদিন কোনও প্রশ্ন ওঠেনি।

খালেদা জিয়ার প্রবন্ধ ও কয়েকটি প্রশ্ন

গত ৩১ শে জানুয়ারি ওয়াশিংটন টাইমসে বি এন পি নেত্রী খালেদা জিয়ার নাম দিয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। প্রবন্ধটি খালেদা জিয়া নিজেও লিখে থাকতে পারেন, আবার অন্য কেউ তাঁর হয়ে লিখে দিতেও পারে। ঘটনা যাই হোক, প্রবন্ধটির বক্তব্যের দায়িত্ব তিনি অস্বীকার করতে পারেননা। দু\'বার দেশের প্রধান মন্ত্রী থাকা এবং বর্তমানে বিরোধী দল নেত্রীর ভূমিকা পালন করা খালেদা জিয়া প্রবন্ধটিতে যা লিখেছেন, তাতে সংসদের ভিতরে- বাইরে প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। সমাজের বিভিন্ন অংশ এবং বিভিন্ন পেশার মানুষের পক্ষ থেকে এমন কি প্রবন্ধটিকে দেশদ্রোহমূলক আখ্যা দিয়ে তাঁর শাস্তির দাবিও তুলেছেন। সংসদে একই অভিযোগ তুলে বেশ কিছু সদস্য বলেছেন, যদি বি এন পি নেত্রী বাংলাদেশেকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র বলে মনে করেন, তা হলে তাঁর উচিৎ প্রবন্ধটিতে দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিণ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার জন্য জনগনের কাছে ক্ষমা প্রার্থনা করা। কেন তাঁর প্রবন্ধটির কারনে এত শোরগোল ? ...

যুদ্ধাপরাধ বিচারের দ্বিতীয় রায় ও গণ প্রতিক্রিয়া

উনিশশো একাত্তরে স্বাধীনতা সংগ্রাম চলার সময়কার জঘন্য যুদ্ধাপরাধের স্মৃতি চার দশক পরেও তাড়া করে ফেরে বাংলাদেশের মানুষকে। তাই সেই সব অপরাধীদের মধ্যে এখনও যারা জীবিত এবং বহাল তবিয়তে আছে, দেশের মানুষ মনে প্রানে চান, তাদের শাস্তি হোক। ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে জামাত-এ-ইসলামির সহ সাধারন সম্পাদক আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ওই দলেরই এক সময়কার নেতা,পলাতক আবুল কালাম আজাদের নামে থাকা অভিযোগের থেকেও গুরুতর। এর আগে, ইন্টার ন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল-২ আজাদের মৃত্যুদন্ড ঘোষণা করেছে। কিন্তু সেই একই ট্রাইব্যুনালে এ\\\'বার মোল্লার জন্য যাবজ্জীবন সাজার (৩০ বছর) হুকুম হয়েছে। দেশের মানুষ এটা মেনে নিতে পারছেননা। তাঁদের প্রশ্ন,যেখানে অপেক্ষাকৃত লঘু অপরাধে অপরাধী আজাদের চরম দন্ডের রায় হয়েছে, সেখানে কী ভাবে মোল্লার মত আরও বড় যুদ্ধাপরাধী্কে ছাড় দিয়ে তার জন্য বরাদ্দ হয় যাবজ্জীবন কারাবাসের শাস্তি ? কেন এই দ্বিমুখী নীতি ? এটাই এখন রহস্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেকটর ডঃ ইফতেকারুজ্জামান বলেছেন, একজন মুক্ত চিন্তার নাগরিক এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও মূল্যবোধের ...

Khaleda Zia’s article and some questions

Khaleda Zia has written an article, or may be she got it written by someone and published in Washington Times on January 31, 2013. Whether she has written it herself or somebody else has done it for her, she can not disown responsibility for doing this. The article has set off a series of protests and criticism. She was two times Prime Minister of the country and is now the opposition leader. She has written something that has raised a storm over tea cup in the parliament and has become talk of the town, with cross sections of people belonging to different professions terming it seditious and demanding her punishment. She came under verbal attacks from the parliamentarians who accused her of committing seditious offence by seeking US intervention into Bangladesh affairs and advised her to seek apology from the people for this article published in the Washington Times if she really believes in the sovereignty and independence of Bangladesh. Why has her article created such a furore in the ...

Second Judgment of the Tribunal and public reactions

People of the country want to see befitting punishment meted out to the war criminals of 1971. The charges brought against Assistant Secretary General of Jamaat-e-Islami(JEI) Abdul Quader Molla were more serious and grave than those brought against the fugitive ex-JEI leader Abul Kalam Azad. The International Crimes Tribunal-2 awarded death sentence to Abul Kalam Azad earlier. But the same tribunal has now served Abdul Quader Molla with life sentence (30 years in jail). People of the country can not accept this discrepancy - a war criminal of lesser magnitude Abul Kalam Azad would get death sentence while leniency would be shown to Molla, a war criminal of higher stature, by awarding him life sentence. Why this double standard? This has remained a mystery. Dr Iftekharuzzaman, Executive Director of Transparency International Bangladesh, has said that as a free thinking citizen and a flag bearer of the liberation war spirit and values, he can not accept this verdict.

Jamaat’s politics: four decades ago and now

The country is once again witnessing rampage and attacks unleashed by the Jamaat activists in Dhaka, Chittagong, Rajshahi, Dinajpur and other places with incessant bomb blasts and torching of vehicles. Their violent and subversive activities remind the people of what they did four decades ago when they perpetrated inhuman brutalities killing innocent people, destroying their homestead and raping women to suppress the freedom movement and foil the birth of independent Bangladesh. This also substantiates the fact that Jamaat believes in resorting to violence to reach its desired goal.

JEI flexes muscle

In what seemed like a coordinated onslaught on police, activists of Jamaat-e-Islami (JEI) and its student front Islami Chhatra Shibir (ICS) swooped on police on January 28 simultaneously in Dhaka, Chittagong, Rajshahi, Dinajpur and a number of places. The attackers blasted bombs and set ablaze over 200 vehicles. 150 JEI activists were arrested and 70 police personnel sustained injury. “The attacks are designed to send a clear signal to the government that any decision to hang the senior JEI leaders now facing trial on war crimes charges could unravel the fragile political status quo and lead the country to uncontrollable chaos and anarchy”, said a JEI central leader.