Entertainment

‘বাজরাঙ্গি ভাইজান’ গড়লো নতুন রেকর্ড
হিন্দি ছবির ইতিহাসে সব থেকে দ্রুততম সময়ে শত কোটি রুপি উপার্জনকারী সিনেমা হিসেবে নিজের এক আলাদা স্থান করে নিয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’।
রোববার পর্যন্ত মোট ১০২.৬০ কোটি রুপি উপার্জন করেছে এই ছবি।
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ নিজের টুইটারে লিখেছেন যে এই ছবির সাথে খানের মোট আটখানি ছবি শত কোটি রুপি আয় করল।
শত কোটি উপার্জনকারী সর্বাধিক সিনেমা নায়ক হিসেবে পরিণত হয়েছেন বলিউডের এই সুপারস্টার, জানায় তারান আদার্শ ।
শুক্রবার ভারতের বাজারে মুক্তি পেয়েছিল ‘বাজরাঙ্গি ভাইজান’।
প্রত্যেক বছর ঈদে নিজের একটি ছবির মুক্তি দিয়ে দর্শকের মন জয় করেন সালমান।
এই বছরেও যা দেখা যাচ্ছে ‘বাজরাঙ্গি ভাইজান’ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের ছবির বাজারে। এই ছবিতে করিনা কপুর অভিনয় করেছেন।
এর আগে সালমান ও করিনাকে \'বডিগার্ড\' ছবিতে এক সাথে দেখা গেছিল। সেই ছবিও ২০১১ সালে ঈদে মুক্তি পেয়েছিল।