Entertainment

চলে গেলেন রিচার্ড অ্যাটেনবরো

চলে গেলেন রিচার্ড অ্যাটেনবরো

| | 25 Aug 2014, 01:04 pm
লন্ডন, আগস্ট ২৫- চলচ্চিত্রনির্মাতা অভিনেতা রিচার্ড অ্যাটেনবরো, যিনি পৃথিবীর সিনেমা প্রেমীদের ‘গান্ধী’র মত ছায়াছবি উপহার দিয়েছিলেন, রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 মৃত্যুর সময়  ওনার বয়স হয়েছিল ৯০।

তাঁর  ভক্তদের ছেরে চলে গেলেও উনি রেখে গেলেন  তাঁর বানানো বহু  বিখ্যাত সিনেমা।

 রিচার্ড অ্যাটেনবরোর মৃত্যুতে শোক প্রকাশ করে  ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটারে লিখেছেনঃ "\'ব্রাইটন রক\' ছবিতে তাঁর অভিনয় অসাধারণ, \'গান্ধী\' ছবিতে তাঁর পরিচালনা অবিস্মরণীয় - রিচার্ড অ্যাটেনবরো  ছায়াছবির একজন মহান পুরুষ ছিলেন।"
\'গান্ধী’র জন্য উনি ১৯৮২ সালে উনি দুটি একাডেমি পুরস্কার জিতেছিলেন।

‘দ্য লিগ অব জেন্টলম্যান’ (১৯৬০), ‘দ্য গ্রেট  এস্কেইপ’ (১৯৬৩), ‘ডক্টর ডলিটল’ (১৯৬৭) ও  ‘জুরাসিক পার্ক’ (১৯৯৩)তাঁর অভিনিত তাঁর কিছু বিখ্যাত ছবি।