Entertainment

ঢাকায় বলিউড সুন্দরী পরিণীতি চোপড়া

ঢাকায় বলিউড সুন্দরী পরিণীতি চোপড়া

| | 18 Jun 2015, 02:21 pm
ঢাকা, জুন ১৮- একটি ফ্যাশন শোয়ের শো-স্টপার হওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন বলিউড সুন্দরী পরিণীতি চোপড়া।

এই সপ্তাহে ঢাকায় প্যাশন ফর ফ্যাশন নামের একটি শোতে শো-স্টপার হয়েছিলেন পরিণীতি।

 

বাংলাদেশে পা দেওয়ার পর থেকেই নিজের টুইটার পেজে প্রচুর ছবি ও ঢাকা সফর নিয়ে নিজের মতামত লিখেছেন পরিণীতি।

 

সফরে নিজের ভক্তদের সাথে দেখা করেছেন উনি।

 

দেখার পরে, নিজের টুইটার পেজে লেখেনঃ "ঢাকায় নিজের ভক্তদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। গণ্ডগোল ভীতিকর ছিল তবু ভাল অনুভব করেছি।”

 

নিজের শেষ টুইটে, \'ইশাকজাদে\' তারকা লেখেনঃ "বাই ঢাকা! কি সফর ছিল!"

 

 

Image: Parineeti Chopra Twitter page