Entertainment

বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সেরিগ্রাফ প্রদর্শনী

বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সেরিগ্রাফ প্রদর্শনী

| | 16 Jul 2013, 01:09 pm
ঢাকাঃ বাংলাদেশ ও ভারতের শিল্পীদের কাজ নিয়ে একটি সেরিগ্রাফ প্রদর্শনী হতে চলেছে ধানমন্ডির গ্যালারি চিত্রকে আগামী সপ্তাহ থেকে। ভারতীয় চিত্রকরদের মধ্যে থাকছেন গনেশ হালুই, সুনীল দাস, সুহাস রায়, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ সাহু, জয়া গঙ্গোপাধ্যায়, জয়শ্রী চক্রবর্তী, সমীর আইচ, আদিত্য বসাক, আতীন সাক, দিলীপ রানাডে এবং কাশীনাথ সালভে। এঁদের সঙ্গে থাকছে দু'জন বাংলাদেশী শিল্পী-মণিরুল ইসলাম এবং শাহাবুদ্দিন আহমেদের কাজও।

 প্রদর্শনীটি  উৎসর্গ করা হবে সম্প্রতি প্রয়াত ভারতীয় শিল্পী অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে।

 
প্রদর্শনীর বিষয় বাঙ্গালিদের হৃদয়ের খুব কাছে-- পল্লী ও প্রকৃতির সৌন্দর্য,দেশপ্রেম, প্রতিকৃতি, বিভিন্ন আঙ্গিক, মানুষের আবেগোচ্ছাস, আশা ও আকাঙ্ক্ষা। এসবই হবে প্রিন্টে।এই প্রদর্শনী উপলক্ষ্যে কলকাতার শিল্পী
সুখময় মজুমদার একটি ফোলিও প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন।
 
এই সম্পর্কে গ্যালারি চিত্রকের ম্যানেজিং ডিরেকটর মণিরুল ইসলাম এই প্রদর্শনীটির বিষয়ে বলেছেন, নবীন শিল্পীরা এই ফোলিও থেকে দক্ষ চিত্রকরদের সম্পর্কে এবং তাঁদের শৈলী সম্পর্কে জানতে পারবেন।এই প্রদর্শনী ভারত ও
বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে কাজ করবে।"
 
সুখময় মজুমদার বলেছেন," আমি মনে করি এই প্রদর্শনীটি ভারত ও বাংলাদেশের শিল্পীদের মধ্যে একটি সেতু হয়ে কাজ করবে। উঠতি প্রিন্ট শিল্পীরা এর থেকে অণুপ্রাণিত হবেন।"