Entertainment

কলকাতা মাতালেন বাংলাদেশি গায়কেরা

কলকাতা মাতালেন বাংলাদেশি গায়কেরা

| | 29 May 2013, 01:28 pm
কলকাতা/ঢাকা, মে ২৮: বাংলাদেশের বিশিষ্ট গায়কেরা সদ্য কলকাতায় হওয়া একটি তিন-দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন যেটি আয়োজিত হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করার জন্যে।

 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ সরকার মিলিতভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 
কলকাতার শিল্পী শ্রীকান্ত আচার্যের সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে।
 
দ্বিতীয় দিনে বাংলাদেশি শিল্পী মহাদেব ঘোষ ও লাইসা আহমেদ লিসা সঙ্গীত পরিবেশন করেন।
 
তৃতীয় দিনে স্টেজ মাতান বাংলাদশের অদিতি মহসিন ও ফহিম হোসেন চৌধুরী।