Entertainment

ভারতীয় দর্শকদের পছন্দ আলাদাঃ জয়া আহসান

ভারতীয় দর্শকদের পছন্দ আলাদাঃ জয়া আহসান

| | 28 May 2013, 04:13 am
কলকাতা, মার্চ ৮: বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান, যার প্রথম ভারতীয় বাংলা ছবি আবর্ত গত শুক্রবার মুক্তি পেয়েছে, বলেন তিনি দু-দেশের চলচিত্র জগতে কাজ করে যেতে চান।

 "ভারতের দর্শক ভিন্নধর্মী ছবির প্রতি অনেক বেশি গ্রহণক্ষম ও ছায়াছবির প্রতি তাদের পছন্দও আলাদা," জানান জয়া। 

 

"আমি ভারত ও বাংলাদেশ - দুই বাংলারই চলচিত্র জগতে কাজ করে যেতে চাই। বিশেষত, এ-পার ও ও-পার বাংলায় আমরা একই ভাষায় কথা বলি, আমাদের প্রতিবেশও একই রকম। দুই বাংলাতেই সমাজ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণীতে বিভক্ত," তিনি বলেন।

 

"আমাদের দু বাংলারই কাছে গরীব মানুষের আর্তনাদ এবং দুর্বিপাকের একই কাহিনী আছে।"

 

বাংলাদেশের ছবি কেন পশ্চিম বাংলায় জনপ্রিয় হয় না, সেই প্রশ্নের জবাবে জয়া বলেনঃ "আমাদের দর্শকরা কখনো কলকাতাকে একটি আলাদা দেশ মনে করে না। এটি আপনাদের দুর্ভাগ্য যে আপনাদের দর্শকরা আমাদের ভাল ও প্রশংসিত কাজ দেখতে পান না।"

 

জয়া বাংলাদেশে চোরাবালি (২০১২) ও গেরিলা-র (২০১১) মত ছবির জন্য প্রশংশিত হয়েছেন।

 

 কী ধরনের রোল করতে তিনি পছন্দ করেন প্রশ্ন করলে, জয়া জানানঃ "আমি চরিত্রধর্মী অভিনয়ে বেশী স্বাচ্ছন্দ্য অনুভব করি।"