Entertainment

নবাগত আরজুর সাথে শাবনুরের জুটি

নবাগত আরজুর সাথে শাবনুরের জুটি

| | 25 May 2013, 06:35 am
ঢাকা, ডিসেম্বর ২৪: প্রখ্যাত অভিনেত্রী শাবনুর ঢালিউদে অনেক নবাগতদের সাথে অনেকবার জুটি বেঁধেছেন যেমন নদিম ও ইমন।

এবার তিনি জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা আরজুর সাথে যিনি তাঁর প্রথম ছবি \'তুমি আছো হৃদয়ে\' আলোড়ন তুলেছেন। এবার শাবনুর ও আরজুকে এক সাথে দেখা যাবে \'জীবন নদীর তীরে\' ছবিতে, নির্দেশক হলেন মনির হোসেন মিঠু। ছবির শুটিং পয়লা ফেব্রুয়ারি নেত্রাকনার শুশং দুর্গাপুরে শুরু হবার কথা আছে।