Entertainment

মাজহারুল ইসলাম পুরষ্কার পেলেন শাহিদ কাদরি

মাজহারুল ইসলাম পুরষ্কার পেলেন শাহিদ কাদরি

| | 15 Jun 2013, 01:44 pm
ঢাকাঃ সমসাময়িক বাংলা কবিতার অন্যতম প্রধান ব্যক্তিত্ব শাহিদ কাদ্‌রি ২০১২ সালের মাজহারুল ইসলাম কবিতা পুরষ্কার পেলেন।

 সম্প্রতি ঢাকার বাংলা অ্যাকাডেমিতে  এক অনুষ্ঠানে কাদ্‌রির হাতে এই পুরষ্কার তুলে দেন প্রবীণ কবি শামসুর রাহমান।

 
বাংলা অ্যাকাডেমির প্রথম ডিরেকটর জেনারেল, বিশিষ্ট কবি এবং লোকগাথা বিশারদ ডঃ মাজহারুল ইসলামের স্মৃতিতে অ্যাকাডেমি প্রতি বছর এই পুরষ্কার দেয়। 
 
আমেরিকা প্রবাসী শাহিদ কাদরি অবশ্য স্বাস্থ্যের কারনে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কবির পক্ষ থেকে পুরষ্কার গ্রহন করেন তাঁরই ঘনিষ্ঠ আত্মীয় অধ্যাপক কায়েসার হক। পুরষ্কার হিসেবে দেওয়া হয় এক লক্ষ টাকার একটি চেক এবং একটি ফলক। 
 
অনুষ্ঠানে বাংলা অ্যাকাডেমির প্রেসিডেন্ট প্রোফেসর এমেরিটাস আনিসুজ্জামান বলেন, "কবি, শিক্ষক এবং একজন নিষ্ঠাবান সংগঠক হিসেবে মাজহারুল ইসলাম সমাজে এক বিশেষ অবদান রেখে গিয়েছিলেন। লোকগাথার ক্ষেত্রে তঁর গবেষণার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।"
 
কাদ্‌রির কবিতা সম্পর্কে তিনি বলেন, সেগুলি সমসাময়িক নাগরিক জীবন এবং \'আমাদের সংগ্রামের ইতিহাস\' নিয়ে কথা বলে এবং অসম্ভব রকম সজীব। 
 
এর আগে কবি আবুল হোসেন এবং শামসুল হক যথাক্রমে ২০১০ এবং ২০১১ সালে এই পুরষ্কার পেয়েছেন। 
 
কাদ্‌রির লেখা কবিতার বইগুলির মধ্যে আছে \'উত্তরাধিকার\', \'তোমাকে অভিবাদন প্রিয়তমা\', \'প্রেম বিরহ ভালবাসার কবিতা\' এবং \'কোথাও কোনও ক্রন্দন নেই\'।