Entertainment

ফুটবল ফ্রেন্ডলিতে মুখোমুখি বলিউড-ঢালিউড

ফুটবল ফ্রেন্ডলিতে মুখোমুখি বলিউড-ঢালিউড

| | 28 May 2013, 04:07 am
ঢাকা, জানুয়ারি ৩১: বলিউডের তারকারা ও প্রখ্যাত বাংলাদেশী অভিনেতারা এক ফুটবল ফ্রেন্ডলিতে মুখোমুখি হবেন, যেটি আয়োজিত করা হয়েছে বাংলাদেশে ভারতীয় চলচিত্রের ওপর বসানো ৪১ বছরের নিষিদ্ধতার সমাপ্তি ঘোষণার উপলক্ষে।

 দুটি ম্যাচ খেলা হবে এপ্রিল ও মে মাসে কলকাতা ও ঢাকায় যেখানে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করবেন রণবীর কাপুর, অভিষেক বচ্চন, মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিত।

 
বাংলাদেশী দলে থাকবেন ফিরদৌসের মতো অভিনেতারা।
 
১৯৭২ সালে বাংলাদেশে হিন্দি ভাষার চলচিত্র বাংলাদেশে নিষিদ্ধ করা হয় দেশের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে।