Entertainment

শিল্পকলায় সৈয়দ শামসুল হক নাট্যোৎসব

শিল্পকলায় সৈয়দ শামসুল হক নাট্যোৎসব

| | 28 May 2013, 04:18 am
ঢাকা, এপ্রিল ২০: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ন্যাশনাল থিয়েটার হলে শুরু হয়েছে একটি নয় দিনব্যাপী নাট্যোৎসব কবি ও লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে।

 সৈয়দ শামসুল হক নাট্যোৎসব-২০১৩র থিম হল "জাগো বহে কণ্ঠে শোভায়"।

 
এপ্রিল ১৯এ শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে এপ্রিল ২৭ অবধি। 
 
নাট্যদল প্রাঙ্গণে মোর এই নাট্যোৎসবের আয়োজন করেছে। 
 
চলচ্চিত্র পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ ও শিল্পকলার ডাইরেক্টর জেনারেল লিয়াকত আলী লাকি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
পরিচালক আতাউর রহমান, আলী যাকের, সারা যাকের, তারিক আনাম খান, নিখিল সেন, গোলাম সারওয়ার এবং সৈয়দ শামসুল হকের নাটক খ্যাত সুদীপ চক্রবর্তী উৎসব উদ্বোধন করেন।
 
অভিনেত্রী নুনা আফরোজের সাথে পরিচালক অনন্ত হীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
উৎসবের প্রথম দিনে সুদীপ চক্রবর্তী দ্বারা নতুন রূপে সৈয়দ শামসুল হকের গীতধর্মী ব্যালে "পায়ের আওয়াজ পাওয়া যায়" মঞ্চস্থ  করা হয়।
 
এই নাটকটি সর্বপ্রথম নাট্যকার আব্দুল্লাহ আল মামুন দ্বারা পরিচালিত হয়।
 
শনিবার পদাতিক নাট্য সংসদ উইলিয়াম শেক্সপীয়ারের নাটক "ম্যাকবেথ" পরিবেশিত হয়। সুদীপ চক্রবর্তী এই নাটকটির পরিচালনা করেন।